পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার বিজেপির আনিসুর রহমান

364

পাঁশকুড়া তৃণমূল নেতা খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করল পুলিশ। আজ সোমবার মেচেদা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এস পি ভি সালমান নেশা কুমার। সূত্রে খবর,আজ দুপুরে সাংবাদিক বৈঠক করবেন এসপি।

প্রসঙ্গত,নবমীর রাতে নিজের অফিসেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা’র(৩২)। গত ৮ অক্টোবর রাত ১০ টা নাগাদ আর পাঁচটা দিনের মতোই মাইশোরা বাজারে নিজের অফিসে বসেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা। অফিসে তখন দলের জনা পাঁচেক কর্মীও ছিল বলে জানা যায়।

নবমীর রাতে এমনিতেই রাস্তায় বাইকের আনাগোনা ছিলই। কুরবান অনুগামীদের দাবি, পাঁচটি বাইকে সাতজন দুষ্কৃতী কুরবানের অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে সটান ঢুকে যায় কুরবানের অফিসে। কুরবানের অনুগামীরা কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা কুরবানকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। নিজের অফিসেই রকাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কুরবান। গুলি চালিয়ে মুহূর্তের মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

খবর পেয়ে রাতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। এমনকি দলীয় নেতা খুনের ঘটনায় পর দিনই ঘটনাস্থলে যান পরিবহন মন্ত্রী তথা মেদিনীপুরের ভূমি পুত্র শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলে তৃনমূল নেতৃত্ব। বিজেপি অবশ্য ওই ঘটনায় তৃনমূলের দলীয় কোন্দলের তত্বকেই খাঁড়া করে।