রাজ্য লকডাউনের প্রথম দিনেই করোনা নিয়ে কিছুটা হলেও স্বস্তির খবর

46

করোনার ত্রাহি ত্রাহি রবের মাঝে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৬ জন। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন । তবে গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৮ কোটি ২২ লাখ ২০ হাজার ১৬৪ জনের। অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১১ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ২১১ জন। সুস্থতার হার ৮৬.৯৮ শতাংশ। তবে গত একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৪ জন।

উল্লেখ্য, মৃত্যুর সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী হলেও ৪ দিন পর এই প্রথম নতুন করে আক্রান্তের সংখ্যা কমে ১৯ হাজার ৫১১ হয়েছে। যদিও উত্তর ২৪ পরগনা জেলায় নতুন আক্রান্ত ৪ হাজার ২৭৯। ২৪ ঘণ্টায় কলকাতায় ৩ হাজার ৯৫১ জন সংক্রমিত হয়েছেন। এ ছাড়া, হাওড়া (১,২৭৬), দক্ষিণ ২৪ পরগনা (১,২৫৭), হুগলি (১,১৯৩), নদিয়া (১,০৩৮), পশ্চিম বর্ধমান (৯৭৭), পশ্চিম মেদিনীপুর (৮২৯), পূর্ব মেদিনীপুর (৭৫৩), দার্জিলিং (৬৬২) জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। এদিকে রাজ্যে সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে কার্যত লকডাউন জারি করেছে সরকার। তবে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে মাত্র ৪৩ হাজার ৪৫২। সেই সঙ্গে ৬৬ হাজার ৫৬৩টি কোভিড টেস্ট হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।