এবার টার্গেট ভাটপাড়া,মাথায় হাত অর্জুনের

52

লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই শাসক শিবিরে ভাঙন অব্যাহত ছিল।কিন্তু কয়েকমাস ধরে উল্টো পূরান ঘটছে।অর্থাৎ বিজেপি ছেড়ে ঝাঁকে ঝাঁকে নেতা কর্মীরা তৃণমূলে যোগদান করছেন।ইতিমধ্যে হালিশহর, বনগাঁ, নৈহাটি,গারুলিয়া পুরসভা নিজেদের দখলে এনেছে তৃণমূল কংগ্রেস।এর পর তৃণমূলের নয়া টার্গেট অর্জুন গড়।অর্থাৎ ভাটপাড়া।প্রসঙ্গত,লোকসভা নির্বাচনের পর জেলার একের পর এক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগ দেওয়ায় পুরসভাগুলি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আস্তে আস্তে সময়ের সঙ্গে চারটি পুরসভা ফের তৃণমূলের দখলে চলে এসেছে। এবার অর্জুন সিং-এর গড় ভাটপাড়া পুনর্দখলের জন্য ঝাঁপাচ্ছে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ৮ নভেম্বরের পর পুরসভায় অনাস্থা আনা হবে। গারুলিয়ার পর তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া। পুজো মিটলেই ভাটপাড়া তাদের দখলে চলে আসবে। দাবি করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিন দশেক আগে তিনি দাবি করেছিলেন ভাটপাড়া তাদের কন্ট্রোলে চলে এসেছে।