ছেলে শুভ্রাংশুকে সাথে নিয়ে মমতার প্রতি বিস্ফোরক মুকুল রায়!

164

পুজো কেটেছে! সেই সুযোগেই ফের পুরোন মেজাজ ফিরে পেল রাজ্য- রাজনীতি! অর্থাৎ শাসকদলের বিরুদ্ধে এবার মস্ত বড় অভিযোগ নিয়ে এসে রাজ্য রাজনীতিকে চাঙ্গা করে তুললেন একসময়ের তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। তিনি বিস্ফোরক মন্তব্য করে জানান, ৩৫ – ৪০ বছরের তার রাজনীতি জীবন। আগে তার বিরুদ্ধে কোনও মামলা না থাকলেও, এই সরকারে আমলে তার বিরুদ্ধে ২৭ টি মামলা করা হয়েছে। এতেই তিনি থেমে থাকেননি তিনি আরও জানিয়েছেন তাঁর ছেলের প্রাণ সংশয়ের কথা । রাজনীতিবিদ হিসেবে এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, ছেলে শুভ্রাংশু সাবালক। সে তাঁর মতো রাজনীতি করছে। সে তৃণমূল করছে করুক। এপ্রসঙ্গে তাঁর কিছু বলার নেই। তার পুরোপুরি অধিকার রয়েছে, কোন দল সে করবে। মুকুল রায় বলেন, ছেলের রাজনীতি ছেলের কাছে। এখানে তাঁর কোনও বক্তব্য নেই। এদিকে বাবা বিজেপিতে, ছেলে তৃণমূলে। ছেলেকে কেউ কেউ সন্দেহের চোখে দেখছে? সেই প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, বাড়ি একছাদের তলায় দুজন ভিন্ন দলের রাজনীতি আগেও করেছে। এখনও করছে। এপ্রসঙ্গে তিনি যশবন্ত সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার কথা উল্লেখ করেন মুকুল রায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুরে মুকুল রায় জানান, যদি জ্যোতি বসুরা পশ্চিমবঙ্গকে ৩০ বছর পিছিয়ে থাকেন, তাহলে এই সরকারের আমলে পশ্চিমবঙ্গ ১০০ বছর পিছিয়ে গিয়েছে।