মোক্ষম চাল অমিত শাহর, ২০২১ বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুকুল রায়!

116

করোনা আবহের মাঝে বাংলার রাজনীতির চাণক্য নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল যে, ২০২১ বিধানসভা ভোটের আগেই কেন্দ্রীয় মন্ত্রীর পদে দেখা যাবে মুকুল রায়কে। তবে গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল,  যে দিল্লী থেকে খালি হাতেই ফিরছেন তিনি। কিন্তু আসল কথাটি হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে পর পর দু’দিন বৈঠক করে খুশি বিজেপি নেতা মুকুল রায়। যেকারনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে ফিরে এসে সোমবারই বীরভূমে ফের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন তিনি। তবে শাহর সঙ্গে বৈঠকে কি কথা হল মুকুল রায়ের? এবিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে, ২১ বিধানসভা নির্বাচনে ফের গুরুদায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়। অর্থাৎ রাজনৈতিক মহলের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।

এদিকে, মুকুল বাবু এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, , “উনি না ডাকলে এই অবস্থায় কেউ দিল্লি যায় না। উনি ডেকে কথা না বললে কথা হত না। এক দিন না, দুদিন উনি আমার সঙ্গে কথা বলেছেন। সিরিয়াস কথা হয়েছে। আমিও খুশি। রাজ্যের ২০২১ বিধানসভা নির্বাচন নিয়ে তিনি খুব সিরিয়াস।” তিনি আরও জানিয়েছেন, “রাজ্যে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে কনভেনর ছিলাম। ফের পুর নির্বাচনেও দায়িত্ব দেওয়া হয়েছিল।” যদিও করোনা পরিস্থিতিতে রাজ্যে পুর নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এবারও ২০২১ বিধানসভা নির্বাচনে আপনাকে কোনও বিশেষ দায়িত্ব দিয়েছে দল? জবাবে মুকুলবাবু বলেন, ‘দেখা যাক। তবে নেতৃত্বের বিশেষ চিন্তা ভাবনাকে আমাদের এক্সিকিউট করতে হবে।”