নারদকান্ড নিয়ে রাজ্য ও কেন্দ্রের চরম সংঘাতের মাঝে মুখোমুখি মোদী ও মমতা

129

ইতিমধ্যে নারদ কান্ডে সিবিআই তদন্ত ঘিরে কেন্দ্রের সাথে চরম সংঘাতে নেমেছে রাজ্য। আর এই আবহে আজ করোনা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ ১০ টি রাজ্যের ৫৪ টি জেলার প্রতিনিধিদের সঙ্গে মোদী বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রীদের উপস্থিতি নিয়ে প্রাথমিকভাবে জল্পনা থাকলেও পরে জানানো হয়, জেলাশাসকদের পাশাপাশি মুখ্যমন্ত্রীরাও থাকবেন। সেখানে থাকছেন মমতাও । থাকছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সূত্র মারফত জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে শয্যা সংকট, অক্সিজেনের আকাল এবং সেই সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনা হবে এই ভারচুয়ালি বৈঠকে। পাশাপাশি এই বৈঠকে করোনার ভ্যাকসিন এবং অক্সিজেন সরবরাহের জন্য দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ দিনে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেননি। সব ঠিক থাকলে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটিই হবে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার প্রথম বৈঠক।