করোনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল মমতা! না জানলে বিপদে পড়বেন

1624

করোনার নয়া ভেরিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে চীনের। চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ। ভারতেও করোনার নয়া ভেরিয়েয়েন্ট ধরা পড়েছে। হাতে মাত্র কয়েকটা দিন , তারপরেই বড়দিন। আর তারপরেই রয়েছে গঙ্গাসাগর মেলা। এই প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নেবে মমতা সরকার। সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।

সূত্রের খবর, এখনই রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য সরকার। গতকাল রাজ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, বড়দিনের উদযাপন বা গঙ্গাসাগর মেলা সবই হবে তবে মানতে হবে করোনা বিধি। পাশাপাশি মমতা আরও বলেন,করোনা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।