অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোকে ঘিরে মমতার বার্তা

153

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে আজ অযোধ্যায় সম্পূর্ণ হল রাম মন্দিরের ভূমিপুজো। মূলত, বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ঘিরে এলাহি আয়োজন করা হয়। যার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্য বহন করে চলবেন তিনি। এ দিন ভূমিপুজো শুরু হওয়ার কিছু ক্ষণ আগে টুইটারে মমতা লেখেন, ‘‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান/ একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান,/মহান আমার হিন্দুস্তান!’’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে এই ঐতিহ্যকে বজায় রাখব।’’

উল্লেখ্য, ভূমিপুজোকে কেন্দ্র করে দীপাবলির সাজে সেজে উঠেছে অযোধ্যা। বুধবার সকালে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লখনউ পৌঁছন সকাল ১০-৩৫ মিনিটে। সেখান থেকেই ১০-৪০ মিনিটে অযোধ্যার উদ্দেশে রওনা। অযোধ্যায় হনুমানগড়িতে পুজো দেওয়ার পর রাম জন্মভূমি পরিসরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মোদীর। সেখানে প্রথমে রামলালার দর্শন করে বিশেষ পুজো। এরপর বৃক্ষরোপণ। দুপুর সাড়ে ১২টায় শুরু রাম মন্দিরের ভূমিপুজোর মূল অনুষ্ঠান।