৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ৩ জেলায় হাজির হচ্ছেন মমতা

জেলা সফরে বেরচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরের তালিকায় রয়েছে মোট ৫টি জেলা, তা হল মালদহ, বীরভূম এবং পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। জানা গিয়েছে, আজ সোমবার বিধাননগরে উন্নয়ন ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর কলকাতা বইমেলার উদ্বোধন সেরেই বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারে বীরভূমে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতনের বল্লভপুরের জঙ্গলঘেরা রাঙাবিতানে থাকবেন তিনি।

মঙ্গলবার মালদহের গাজোলে যাবেন। সেখানে সরকারি অনুষ্ঠান থেকেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন মমতা। সেদিনই বীরভূম ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

বুধবার বোলপুরে জেলা পরিষদের ডাকবাংলা ময়দানে প্রশাসনিক সভা হবে। বলা বাহুল্য অনুব্রতহীন জেলায় এবারই প্রথমবার আসছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, বোলপুরে পৌঁছে সন্ধ্যায় জেলার মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতীর বেশকিছু ছাত্রছাত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন। ওই অনুষ্ঠান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৫০ শয্যাবিশিষ্ট মাদার ও চাইল্ড হাবের নির্মাণসহ মোট প্রায় ৩৫৩ কোটি টাকার প্রকল্পের শিল্যান্যাস করবেন মমতা। এছাড়া আরও রয়েছে ৫৩৩ কোটির বেশি টাকার প্রকল্প উদ্বোধন। এই অনুষ্ঠান থেকেই দেউচা-পাচামির জমিদাতাদের হাতে পুলিস কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্রও তুলে দিতে পারেন মমতা।

প্রশাসন সূত্রের খবর, মোট ৯৭টি প্রকল্পের উদ্বোধন ও ৬১টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বৃহস্পতিবার তিনি যাবেন পূর্ব বর্ধমানে। যেখানে নবাবহাটে গোদাবালির মাঠে সুবিধাপ্রদান অনুষ্ঠান থেকেও একাধিক প্রকল্পের শিল্যান্যাস এবং উদ্বোধন করবেন তিনি। ওইদিনই তিনি হেলিকপ্টারে ফিরবেন কলকাতায়। পূর্ব বর্ধমান এবং মালদহে আরও প্রায় দু’হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিল্যান্যাস করবেন তিনি।