বুথ ফেরত সমীক্ষার রেজাল্ট দুচোখে বিশ্বাস করতে পারছেন না ‘মমতা’

41

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া বুথফের সমীক্ষায় নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র ক্ষমতায় আসার পূর্বাভাসকে গালগল্প বলে মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় মমতা লেখেন, ‘আমি এই বুথফেরত সমীক্ষার গালগল্প বিশ্বাস করি না। গুজব ছড়িয়ে দিয়ে হাজার হাজার ইভিএম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সাহসী থাকার আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমরা সবাই একসঙ্গে লড়ব।’ তিনি আরও জানান, ইতিমধ্যেই আমার চার-পাঁচজনের সঙ্গে কথা হয়েছে। ভাল করে পাহারা দিন। কোনওভাবেই যাতে ইভিএম পাল্টাতে না পারে। তার দাবি, পুরোটাই নরেন্দ্র মোদির পরিকল্পনা, যাতে বিরোধী জোট বাঁধতে না পারে।

উল্লেখ্যে, প্রায় সবকয়টি বুথফেরত সমীক্ষার হিসেবেই দেখা যাচ্ছে, কেন্দ্রে সরকার গড়ার লড়াইতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সে হিসেবে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল নরেন্দ্র মোদির সামনে। সাথেই বুথফেরত সমীক্ষার হিসেবে অবশ্য পশ্চিমবঙ্গে নিজেদের রক্ষা করতে অনেকটাই সফল তৃণমূল। বিজেপির আসন অনেকটা বাড়লেও সংখ্যার হিসেবে রাজ্যের নেতৃত্ব থাকছে মমতার হাতেই।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হয় রোববার সন্ধ্যায়। এর ফলাফল ২৩ মে। সন্ধ্যায় বুথফেরত জরিপ আসার আগে থেকেই তা নিয়ে দেশজুড়ে টানটান উত্তেজনা দেখা দেয়। লোকসভায় ৫৪২ আসনের মধ্যে ক্ষমতায় যেতে প্রয়োজন হয় ২৭২টি আসনের।