দলবিরোধী কাজ করলে দল থেকে তাড়িয়ে দেব! হুঁশিয়ারি মমতার!

87

গতকাল ছিল তৃনমূলের কোর কমেটির বৈঠক, আর সেই বৈঠকে সাংগঠনিক পIরবির্তনের মাধ্যমে দলে নেতা মন্ত্রীদের এক ইঙ্গিতবাহী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “আমি জানি, দলের সাত-আট জন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আদর্শের সঙ্গে কোনও আপোষ করা হবে না। দলবিরোধী কাজ করলে তাড়িয়ে দেব।” তবে শুধু বিজেপির সঙ্গে যোগাযোগের কথা বলেই থামেননি তিনি। জানা গিয়েছে, কেন লোকসভায় ৪২- এ ৪২ বলছে তৃণমূল, তাও দলীয় নেতৃত্বের কাছে তিনি পরিস্কার করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, দিল্লিতে অল-আউট লড়াই হবে। বিজেপির বিরুদ্ধে সবাই একজোট। কিন্তু বাংলায় একা লড়াই। এখানে কংগ্রেস, সিপিএম সব আলাদা। যে যার মত লড়াই করবে। এদিন কোর কমিটির বৈঠকে দলের পদাধিকারী ছাড়াও সাংসদ, মন্ত্রী, বিধায়করাও হাজির ছিলেন।