আমেরিকা থেকে অনুব্রতকে চিঠি!কীসের চিঠি ? জানুন ..

কখনো তিনি বলেন গুর বাতাসা ,কখনো বা নকুলদানা,আবার কখনো বলেন শলকা দেখিয়ে ভোট করিয়ে নেব।বিভিন্ন জনসভায় এই বিতর্কিত কথা বলে প্রায় রোজ দিন খবরের শিরোনামে উঠে এসেছন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।এজন্য বেশ কয়েকবার নির্বাচন কমিশনের তরফে অনুব্রত বাবুকে শোকজ করা হয়েছে।এনিয়ে আমেরিকা থেকে অনুব্রত মন্ডলকে চিঠি পাঠাল নকুলদানা হোল সেলার অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা।

উল্লেখ্য,এদিন বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে এই চিঠি নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।অনুব্রত বাবুর বক্তব্য,নকুলদানাকে ভালোবাসেন ,তাই আমেরিকা থেকে ভদ্রলোক আমাকে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে লেখা রয়েছে,ভোটাদের নকুলদানা দিতে বলে মনে করেছেন তাঁরা আপনাদের ভোট দেবে?আপনি নকুলদানা খেতে চাইলে আমরা দিতে পারি।কিন্তু তা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে?ভুলে যাবেন না,আপনার উচ্চ রক্তচাপ আছে।তার পর চিঠিতে পরিবারের সদস্যদের কথা উল্লেখ্য করা হয়েছে।এতে অনুব্রত বাবু বলেন লোকসভা ভোটের পর এই উত্তর গুলো আমি পাঠাব।

প্রসঙ্গত,২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষনা হওয়ার পর থেকেই বীরভূমের রাজনীতি নিয়ে সরগরম হয়ে উঠেছে নকুলদানাকে নিয়ে।