বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ!

87

ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই শাসক শিবিরে ভাঙন অব্যাহত।কিন্তু মাসখানেক ধরে উল্টো পূরান ঘটছে রোজ দিন।দলবদল ঘটনায় খবরের শিরোনামে উঠে আসছে।গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত।যা নিশ্চিন্তে অস্বস্তি বাড়িয়েছে বিজেপির।তাঁর মধ্যেই ফের ভাঙন গেরুয়া শিবিরে।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একঝাঁক নেতৃত্ব সহ কর্মী সমর্থক।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলায়।পুরভোটের নির্ঘণ্ট ঘোষনার ঠিক আগেই বড়সড় ভাঙন বিজেপিতে।

শনিবার ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পশু হাসপাতাল মোড়ে,ঘোড়াধরাতে এনআরসি ও ক্যা বিরোধি আলোচনা সভা ছিল।সেই সভায় এসে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করলেন একঝাঁক বিজেপি নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক।তৃণমূল সূত্রে খবর,ঝাড়গ্রাম পুরসভার ১০,১১,১৩ নং ওয়ার্ডের একঝাঁক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিন তৃণমূলের যোগদান করেছেন।এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন( টুডু),শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।এদিন বীরবাহা সরেন (টুডু) জানান,’মমতা ব্যানার্জির উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগদান করেছেন বিরোধী দলের কর্মী সহ নেতৃত্বরা।’