জমি শক্ত তৃণমূলের,বিজেপি সিপিএম থেকে দলে যোগ ৮০টি পরিবারের

224

একে উলটা পুরান বলা চলে সৈনিক।একদিকে যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগদানের হিড়িক রাজ্য জুড়ে।ফুলবাড়িতে রাজ্যের শাসক দলকে কিছুটা স্বস্তি দিল।রাজনৈতিক মহল মনে করছে, ২০২১ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ঘুঁটি সাডাচ্ছে তৃণমূল।

ফের বিরোধী শিবির গুলিতে ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।মমতা ব্যানার্জির উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেসে নাম লেখাল ৮০টি পরিবার।

উল্লেখ্য,রবিবার ডাবগ্রাম -ফুলবাড়ি ব্লকে ফুলবাড়ি ২নং অঞ্চলের ১৯/২৭৩-৭৪ নং বুথে বিজেপি ও সিপিএম থেকে ৮০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলেদেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক।এদিন দেবাশীষ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ি ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল করিম এবং ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক SC -ST এর সভাপতি মতিন চন্দ্র রায় ও উক্ত অঞ্চলের প্রধান দিলীপ রায়।