বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া? সামনে এল বিস্ফোরক তথ্য

মমতার নির্দেশমত রাজ্যের মা বোনেদের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা ঘুরপথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। এই নিয়ে তাঁর কাছে তথ্য প্রমাণ রয়েছে । তিনি শীঘ্রই এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাবেন।

মূলত, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । সেখানে তিনি এই নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। পরে এই নিয়ে টুইটও করেন তিনি। টুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়ন দফতর কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা বিভিন্ন প্রকল্পে ঘুরপথে ব্যবহার করছেন ৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও সেই টাকা ব্যবহার করা হচ্ছে ।

পরবর্তী বেশ কয়েকটি টুইটে শুভেন্দু দাবি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দায়িত্ব রাজ্য সরকারের । কিন্তু দেউলিয়া সরকার কেন্দ্রের দেওয়া টাকার অপব্যবহার করে সেই প্রকল্প চালাচ্ছে । মিড ডে মিল ও আইসিডিএস প্রকল্পের টাকা ব্যবহার করা হচ্ছে । এই নিয়ে তাঁর কাছে প্রমাণ আছে । তিনি তা কেন্দ্রীয় সরকারকে দেবেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগ আগেও শুভেন্দু করেছেন ।এই নিয়ে তিনি চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে । এরপর কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে দেখা যায় । একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। একাধিক প্রকল্পের টাকাও আটকে যায় বলে সূত্রের খবর। ফলে শুভেন্দুর এদিনের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও বন্ধ হয়ে যাবে।