করোনা পরীক্ষায় ম্যাজিক মেশিন নিয়ে এল খড়্গপুর আইআইটি

38

খড়্গপুর: করোনা (corona) মোকাবিলায় রাজ্যজুড়ে চলছে লকডাউন। অন্যদিকে, ভ্যাকসিনের ট্রায়াল চলছে। তার পাশাপাশি ঔষধ বাজারে আসবে এই ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ম্যাজিক মেশিন। এই ম্যাজিক মেশিন নিয়ে এলো খড়্গপুর আইআইটি ( IIT)। জানা গিয়েছে, ম্যাজিক মেশিনে (magic machine) করোনা পরীক্ষার পাশাপাশি রেজাল্ট জানতে মাত্র এক ঘন্টা সময় লাগবে। আরটিপিসিআয়ের মতোই নিখুঁত ফলের দাবি করেছে আইআইটি। আইআইটির তরফে জানানো হয়েছে, কয়েক গুন বেশি নমুনা পরীক্ষার করা সম্ভব হবে। ২ ফুটের মেশিন রক্ষণাবেক্ষনে খরচ কম। আরও জানা গিয়েছে, এই ম্যাজিক মেশিন চালাতে টেকনিশিয়ানের কোনও প্রয়োজন নেই। দ্রুত মেশিন বাজারে আনার পরিকল্পনা নিয়েছে খড়্গপুর আইআইটি।