আমাকে দায়িত্ব দিন, আমিই কাশ্মীরের শান্তি ফিরিয়ে দেব – মমতা বন্দ্যোপাধ্যায়

75

আগাম ঘোষণা মতই লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে রাজ্যের সফল প্রকল্পের উদাহরণ তুলে ধরার সাথে সাথে জাতীয় স্তরে নিয়ে উল্লেখযোগ্য বার্তা দেন তিনি । তিনি জানান, জঙ্গলমহল, পাহাড়ে শান্তি ফিরিয়েছি। কাশ্মীরেও পারব। আমাকে দায়িত্ব দেবেন। আমি কাশ্মীর গিয়ে থাকব। আমি সবসময় ইতিবাচক থাকি। এতেই শেষ নয়, তিনি আরও জানান, মোদী সরকার কাশ্মীর সমস্যার সমাধান করতে পারেনি। তবে, কেন্দ্রে জোট সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীর সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও দাবি করেন, আসলে কান্দাহারের সময় আমি যেতে চেয়েছিলাম। আমি বলেছিলাম, যাত্রীদের ফিরিয়ে আনব। আমি এসব বলতে চাই না। তবে যশবন্ত সিনহা এটা ফাঁস করে দিয়েছিলেন ।

এদিকে মমতার এই মন্তব্য শুনে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, এসব পড়ে শুনব, আগে ভাঙড় সমস্যার সমাধান করুন।