শহরজুড়ে দফায় দফায় বৃষ্টি, কতক্ষণ ধরে চলবে এই বর্ষণ? বিস্তারিত জানুন

97

রাতে একপশলা বৃষ্টি হবার পর সকাল থেকেই দফায় দফায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে । পাশাপাশি, পশ্চিমের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে । বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে । আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত হবে ।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের উপর দিয়ে মধ্য পূর্ব বঙ্গোপসাগরের উপর বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আর এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । ২৮ ও ২৯ তারিখ তা আরও বৃদ্ধি পাবে । কিছু জায়গায় ভারীথেকেঅতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টি চলার ফলে তাপমাত্রা কমবে । আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৬ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।