লোকাল ট্রেন চালু হলেও কিভাবে চলবে, সমীক্ষা শুরু রেলের

112

শ্রমিক স্পেশাল ট্রেনের পাশাপাশি বর্তমানে দেশজুড়ে চলেছে ২৩০ খানা স্পেশাল ট্রেন। কিন্তু দেশের কোথাও লোকাল ট্রেন চলাচল এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে আজ মুম্বইয়ে রেলের কাজকর্মের জন্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু তা সাধারণ যাত্রীদের জন্য নয়। সেদিকে তাকিয়েই লোকাল ট্রেন চালু কবে চালু হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। তবে হাওড়া ডিভিশনের ডিআরএম ইশাক খান জানিয়েছেন, আমরা ট্রেন চালানোর ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখছি, কীভাবে চালাব তার জন্য সমীক্ষা করা হচ্ছে। রেল সূত্রে খবর সমীক্ষায়, স্টেশনের পরিকাঠামো এবং স্টেশন সংলগ্ন এলাকার খোঁজ নেওয়া হচ্ছে।স্টেশনের ঢোকা-বেরোনোর রাস্তা কীভাবে নির্দিষ্ট করা যায় তা নিয়ে তথ্য সংগ্রহ হচ্ছে।কখন সর্বোচ্চ যাত্রী যাতায়াত করে এবং ব্যস্ততাকে মাপকাঠি করে স্টেশনের বিন্যাস নির্ধারণ হচ্ছে। স্টেশনের গুরুত্ব অনুযায়ী ট্রেন থামানোর বিষয়টি রয়েছে সমীক্ষায়।১০ দিনের রিপোর্ট জানাতে হবে সংশ্লিষ্ট জোনে।

এদিকে, রেলের এক পদস্থ আধিকারিক বলেছেন, আমরা পুরোপুরি প্রস্তুত। তৈরি রেকও। যেভাবে চালানোর কথা হবে, কোন ধরনের প্রোটোকল গ্রহণ করা হবে, সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সুযোগ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আরপিএফ ও জিআরপি-র সহায়তায় যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবেশের মতো ব্যবস্থা নেওয়া হবে। এমনই ট্রেন চালানো যেতে পারে, যা সব স্টেশনে থামবে না।