প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল! চোখ রাখুন এই সব ওয়েবসাইটে

220

আজ, শুক্রবার বেলা সাড়ে ৩টেয় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ। বিকেল ৪টের পর অনলাইনেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wbresults.nic.in -সহ একাধিক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। সেগুলো হল:
১) wbresults.nic.in

২) www.exametc.com

৩) www.indiaresults.com

৪) www.results.shiksha

অন্যদিকে , কিভাবে SMS-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট (HS Result 2020) দেখবেন :

১) WB12<space>Roll Number লিখে 54242 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।

তবে মার্কশিট এখনই দেওয়া হচ্ছে না। তা মিলবে ৩১ জুলাই থেকে। উচ্চ মাধ্যমিকের সবকটি বিষয়ের পরীক্ষা শেষ হয়নি। তাই মেধা তালিকা প্রকাশ করবে না সংসদ। হয়ে যাওয়া পরীক্ষাগুলির মধ্যে প্রার্থী যে বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন, সেই নম্বরই বাকি বিষয়গুলির জন্য ধার্য হবে। এই অভিনব পদ্ধতিতে ফল কেমন হতে চলেছে, তা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে।

এদিকে মাধ্যমিকের ফল প্রকাশের দিনই ক্লাস ইলেভেনে ভরতির রূপরেখা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেই ঘোষণামতো বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত ও যে সকল স্কুলে ক্লাস ইলেভেন ও টুয়েলভ রয়েছে তাদের ইলেভেনে ভরতির প্রক্রিয়া আগামী 20 জুলাইয়ের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধার ভিত্তিতে ভরতি করতে হবে । যে সকল পড়ুয়া নিজের স্কুলেই ভরতি হবে তাদের ভরতি প্রক্রিয়া ১ অগাস্ট থেকে শুরু করতে হবে এবং ১০ অগাস্টের মধ্যে শেষ করতে হবে । যে সকল পড়ুয়া অন্য স্কুল থেকে আসবে তাদের ভরতি প্রক্রিয়া ১১ অগাস্ট থেকে শুরু করে ৩১ অগাস্টের মধ্যে শেষ করতে হবে । ভরতির সময় পড়ুয়াদের পরিবর্তে অভিভাবকদের আসতে বলা হয়েছে । মানতে বলা হয়েছে স্বাস্থ‍্যবিধি ও সামাজিক দূরত্ব ।