নভেম্বরে রাজ্যজুড়ে নিষিদ্ধ বাজি, কালীপুজোতেও নো-এন্ট্রির নির্দেশ হাইকোর্টের

43

দূর্গাপুজোর পর এবার কালীপুজো। করোনা আবহে আসন্ন উৎসবে মরশুমে অবাধ বিচরণের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। কালীপুজোর মন্ডবেও দূর্গাপুজোর মতো নো-এন্ট্রি বোর্ড লাগানো থাকবে। পাশাপাশি গোটা নভেম্বর মাস জুড়ে বাজি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। ফলে কালীপুজোর পাশাপাশি ছট পুজো, জগদ্ধাত্রী পুজো তে ফাটানো যাবে না বাজি।

 

কালীপুজো, দেওয়ালি, ছট পুজো ,জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে যে বাজি পোড়ানো হয়,সেই বাজির উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করছিল রাজ্যে পরিবেশ কর্মীরা। এর আগে এবার আতশবাজি বন্ধের জন্যও মামলা করা হয়। যার ফলাফলের জন্য অপেক্ষায় ছিলেন পরিবেশ কর্মীরা। পরিবেশ কর্মীদের যুক্তি, বাজি পোড়ালে বায়ুদূষণ হয়। যা এই করোনা আবহে খুবই ক্ষতিকারক। অবশেষে সেই মামলাতেও জয় পেল তাঁরা।