ঘরে বসে ভোটার লিস্ট দেখে কি কন্টেইনমেন্ট জোনের তালিকা তৈরি করা হয়েছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

47

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ১৫ দিন আগেই আমরা দেখছি রাজ্যে ৯ হাজার টেস্ট হলে আক্রান্তের সংখ্যা হিসেবে বেরিয়ে আসত ৩০০ থেকে ৪০০ জনে। কিন্তু বর্তমানে টেস্টের সংখ্যা ১ হাজার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ। পরিস্থিতির দিকে নজর রেখে আগামীকাল অর্থাৎ ৯ জুলাই বিকেল ৫টা থেকে রাজ্যের সব কনটেনমেন্ট জোনে ফের সম্পূর্ণ রুপে লকডাউনের সিধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতে আজ নবান্নে বিভিন্ন সরকারি হাসপাতালের আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা দেখেই রীতিমত ক্ষুব্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সমীক্ষা না করেই এই জেলার অধিকাংশ এলাকাই কন্টেইনমেন্ট জোনে ঢুকিয়ে দেওয়া হয়েছে । রাজপুর- সোনারপুর, ডায়মন্ড হারবার পুর এলাকাগুলির প্রায় সব ওয়ার্ডই কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ক্ষোভের সঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা কে তৈরি করেছে? ভোটার লিস্ট দেখে কি তালিকা তৈরি করা হয়েছে? পাশাপাশি ঘরে বসে তালিকা তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দক্ষিণ চব্বিশ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা নতুন করে তৈরি করার নির্দেশ দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কোন জেলার কোথায় কোথায় কন্টেইনমেন্ট জোন হবে, এ দিনই তার বিজ্ঞপ্তি ঘোষণা করার কথা ছিল রাজ্য সরকারের। সেইমতে এ দিন সেই খসড়া তালিকায় চোখ বোলান মমতা। তারপর তিনি জানান, যেভাবে তালিকা তৈরি করা হয়েছে তাতে গোটা জেলাই স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।