আগামিকাল থেকে সরাসরি কথা বলা যাবে মমতার সঙ্গে! কিভাবে সম্ভব? বিস্তারিত পড়ুন

দিদিকে বলো এবার এবার থেকে আর নয়। আগামিকাল থেকে বাংলার সাধারণ মানুষ সরাসরি কথা বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এমনই কর্মসূচী আনছে রাজ্য সরকার। যার নাম হবে সরাসরি মুখ্যমন্ত্রী । সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এই কর্মসূচির সূচনা করতে চলেছেন মমতা। যেখানে সরকারি সুযোগ-সুবিধা থেকে শুরু করে নানা অভাব-অভিযোগ সাধারণ মানুষ একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই জানাতে পারবেন । যেহেতু এই কর্মসূচি চালু করা হচ্ছে সরকারি মাধ্যম থেকে, তাই সবটাই সামলাবেন সরকারি অফিসারেরা। যদিও পুরো কর্মসূচি কী হতে চলেছে আগামিকাল তা স্পষ্ট হতে চলেছে।

নবান্নের প্রশাসনিক সূত্রে খবর, এই কর্মসূচিকে দেখে ‘দিদিকে বলো’র নব কলেবর মনে হলেও বাস্তবিক ক্ষেত্রে বিষয়টি একদম আলাদা । মনে করা হচ্ছে, সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রিভান্স সেল চালু করেছিলেন, এ ক্ষেত্রে সেখানে ফোন করে বা মেলের মাধ্যমে অভিযোগ জানানো যেত । সেই অভিযোগ যাচাইয়ের জন্য ছিলেন একজন সচিব পদমর্যাদার অফিসার । তিনি অভিযোগের বিষয়গুলি যাচাই করে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাতেন। তবে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ জানানোর প্রক্রিয়াকে আরও আধুনিকীকরণ করা বলে মনে করা হচ্ছে ।