বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে সাংসদ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন পাঁচ প্রার্থী!

114

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভার সদস্য হিসেবে স্বীকৃতি পাচ্ছেন পাঁচ প্রার্থী। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫ আসন খালি হয়েছিল। বিধায়ক সংখ্যার নিরিখে শাসকদল তৃণমূলের তরফে চারটি এবং প্রধান বিরোধী দল বিজেপির তরফে একটি আসনে প্রার্থী দেওয়া হয়।

এদিকে,আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। নির্দিষ্ট সময় পর আর প্রার্থী পদ প্রত্যাহার করা যাবে না। স্বাভাবিকভাবেই কোনও ভোটাভুটি ছাড়াই রাজ্য থেকে সংসদের উচ্চকক্ষে যেতে চলেছেন পাঁচজন। তৃণমূলের তরফে রাজ্যসভার সদস্য হিসেবে স্বীকৃতি পাবেন মমতাবালা ঠাকুর, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব এবং নাদিমুল হক। সেইমতো পশ্চিমবঙ্গ থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করার সিলমোহর পাবেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।