শোভনবাবুর পক্ষে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়, বিস্ফোরক রত্না চ্যাটার্জি

বিজেপি থেকে নিষ্পত্তি চান শোভন।এইপ্রসঙ্গে মুখ খুললেন রত্না চ্যাটার্জি।শোভনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্ত্রী রত্না চ্যাটার্জি।এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।রত্না দেবীর বক্তব্য,শোভনবাবুর পক্ষে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়।রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

প্রসঙ্গত,শোভন এবার যা তিনি করতে চলেছেন।তাতে কালাঘাম ছুটছে দিলীপ-মুকুলদের।বৈশাখীর নিত্যদিন অসম্মান আর মেনে নিতে পারছেন না শোভন। তাই তিনি এখন দিল্লিতে ছুটলেন নালিশ করতে।

বেঁকে বসেছেন শোভন চট্টোপাধ্যায়। রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়র কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। আর রাজ্য নেতৃত্বকে কার্যত এড়িয়ে পাড়ি দিয়েছেন দিল্লিতে। সেখানে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন শোভন-বৈশাখী। কথা হবে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও।

সেখানে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে পারেন তিনি। আর এতেই বিপাকে পড়েছেন রাজ্য বিজেপির নেতারা।