করোনার প্রকোপে এবার ৭দিন আগেই বঙ্গে ঢুকল বর্ষা

38

করোনার প্রকোপের জন্য দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। ঘর থেকে বেরনো মানা ছিল। বন্ধ ছিল শিল্প কারখানাও, সেকারনে দূষণ হয়েছে এবার অনেকটাই কম। তাই এবার অতটা গরমে নাজেহাল হতে হয়নি রাজ্যকে, বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাকে। আর এবার এই আবহওয়ার পরিবর্তনের কারনেই ৬দিন আগেই বর্ষার আগমন হল বাংলায়। মূলত, গত মরসুমে ২১ জুন কলকাতায় বর্ষা আসে। এদিকে আবহওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের দৌলতে শুক্রবার বর্ষার আগমন হয়েছে বাংলায়। শনিবার গোটা বাংলাই মুড়ে ফেলল বর্ষা। ঝাড়খণ্ড, বিহারের বেশি কিছুটা অংশেও পৌঁছে গিয়েছে মৌসুমি বাতাস। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ভারত, গুজরাটে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আবহবিদরা আরও জানিয়েছেন, নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে। রয়েছে ওডিশার স্থলভাগের উপর। সেটি ক্রমে মধ্য ভারতের দিকে সরে যাবে। তবে একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলার কাছ দিয়েই বিস্তৃত হবে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে না। মেঘের চাদর পাতলা হলেও, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।