ফের বেফাঁস মন্তব্য দিলীপের! সমালোচনায় বিরোধীরা

49

ইন্ডিপেন্ডেন্ট স্টাফ রিপোর্টার,কলকাতা: ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শনিবার দিলীপ ঘোষ কলকাতায় দলীয় কর্মীদের একটি সভায় বিরোধীদের নাম না করে বলেছেন, ‘‌গরিব, অসচেতন এবং নিরক্ষর মহিলারা বাচ্চা কোলে রাস্তায় বসে আছেন। পরিবর্তে তাঁরা প্রতিদিন টাকা পাচ্ছেন। বিদেশি বরাদ্দে কেনা বিরিয়ানি খাচ্ছেন। মানুষ ওদের পাশে আছেন সেটা দেখাতেই এই কাজ।’‌ শুধু এখানেই থেমে থাকেননি প্রদেশ বিজেপি সভাপতি। বৃন্দা কারাট, পি চিদম্বরমের মতো মানুষরা ওই সব আন্দোলনকারী মহিলাদের কাছে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিচ্ছেন এবং সেখানে তাঁরা শুধুই দর্শকমাত্র বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

দিলীপের ওই মন্তব্যের পাল্টা হিসেবে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখার্জির কটাক্ষ, দিলীপের নাম শুনেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন।অন্যদিকে,সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, তৃণমূল স্তর, গণ আন্দোলন বা ছাত্র রাজনীতির সঙ্গে কোনওদিনও পরিচয় না থাকার দরুণই মহিলাদের সম্পর্কে এধরনের কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

এদিকে, বৃহস্পতিবারই অমিত শাহ বলেছিলেন, দিল্লি নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ দলীয় নেতাদের বিদ্বেষমূলক মন্তব্য।