রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের লক্ষ্যে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সকাল ১১টা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পৌঁছান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দেবেন বলে খবর। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান। ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। এই গোষ্ঠীর পক্ষ থেকে তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখানো হয়েছে। ফলে বাণিজ্য সম্মেলনে এই শিল্পপতিরা কী ঘোষণা করেন, তার অপেক্ষায় শিল্পমহল। এদিকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে।

উল্লেখ্য, করোনার কারণে গত দু’বছর বন্ধ ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। এ বার আয়োজনে তাই খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশ থেকে আসা শিল্পপতি, উদ্যোগপতি এবং অন্যান্য অতিথির দেখভাল কেমন হবে, কোভিড বিধি যাতে ঠিকঠাক মেনে চলা হয়, নিরাপত্তায যেন কোনও খামতি না থাকে— এই সমস্ত ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।