মঙ্গলবার থেকে ৭ জেলায় বৃষ্টির সম্ভবনা

62

শনিবার সন্ধ্যায় আমফান ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়েছে।ঘূর্ণিঝড় আমফান আরও শক্তিবৃদ্ধি করছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,আরও একদিন এই শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া চলবে।আপাতত দেখা যাচ্ছে ক্রমশ উত্তর-পশ্চিম মুখে অগ্রসর হচ্ছে।আজকের পর থেকে তা ক্রমশ উত্তর-পূর্ব দিকে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসবে।মঙ্গলবার থেকে এর প্রভাবে কলকাতা সহ পরবর্তী সাত জেলা অর্থাৎ কলকাতা,হাওড়া,হুগলি,দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এই সাত জেলায় বৃষ্টি শুরু হবে।জানা গেছে,মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত এবং কোথাও কোথাও ভারি বৃষ্টি।বুধবার বেশ কিছু জায়গাতে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা এবং যেটা মনে করা হচ্ছে বুধবার অর্থাৎ ২০ মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অতিক্রম করে যাবে।