অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা সিবিআইয়ের!

276

জিজ্ঞাসাবাদের জন্য ডেকে বার বার ডেকে পাঠালেও কোনও না কোনও অজুহাতে এড়িয়ে গিয়েছেন সিবিআইকে। সোমবার সিবিআইয়ের কাছে যাননি৷ এসএসকেএম হাসপাতালে গিয়ে সোজা বোলপুরে ফিরেছেন অনুব্রত। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল আবার আজ বুধবার তলব করেছে সিবিআই। আজ যদি তৃণমূল নেতা হাজিরা এড়ান এবার কড়া আইনি পদক্ষেপ নেবে সিবিআই এমনটাই সূত্রে খবর।

এদিকে, গরু পাচার মামলায় সিবিআইয়ের তলব পেয়েও আজও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবীর মারফত চিঠি পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরার জন্য ১৪ দিনের সময় চাইলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, শারীরিক অবস্থার কারণ দেখিয়েই সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল। চিঠির সঙ্গে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিও অনুব্রত জমা দিয়েছেন বলে সূত্রের খবর।