অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা, শিবঠাকুর মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত তৃণমূলের

944

শিবঠাকুর মণ্ডলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল। মঙ্গলবার একথা জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। এদিন মলয় বলেন, একজন দলীয় কর্মী হয়ে যেভাবে জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন এটা খুবই নিন্দনীয়। তাই দল তাঁকে সাসপেন্ড করবে।

জানা গিয়েছে, এক বছর আগে খুনের হুমকি ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল।সেই অভিযোগের ভিত্তিতে আজ দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। বিচারক ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

শিবঠাকুর মণ্ডলের অভিযোগ, গতবছর তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যাওয়ার পরিকল্পনা করেন। সেই পরিপেক্ষিতে তাঁকে দুবরাজপুর দলীয় অফিসে ডেকে পাঠায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। ওইদিন তাঁকে খুনের হুমকি দেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনার পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিবঠাকুর মণ্ডল। গতকাল রাজ্য প্রশাসনের তরফে দুবরাজপুর আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলার জের আজ আদালতে হাজির করানো হয় অনুব্রত মণ্ডলকে। বিচারক তাঁকে ৭দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।