গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখা করলেন রাজ্যপাল, দেখুন…

44

ফের অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এইমর্মে বুধবার রাজ্যের নয়া রাজ্যপাল জগদীপ ধনকর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে দেখতে যান। জানা গিয়েছে রাজ্যের নতুন রাজ্যপাল বুদ্ধদেব বাবুর বহুদিনের বন্ধু, আর সেই বন্ধুর হাত ধরে আজ একে-অপরের আবেগে ভাসলেন দুজনেই । মূলত, বুদ্ধবাবুর বয়স এখন ৭৪ বছর। ধীরে ধীরে তিনি দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। চোখে আলো সহ্য করতে পারছেন না। থাকতে হচ্ছিল আলোহীন ঘরে। সাথেই চোখে পরতে হচ্ছে আলো নিরোধক চশমা। কাউকে চিনতে পারছেন না। বাড়িতে বসেই চোখের চিকিৎসা চলছে। সাথেই অনেকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন প্রবীণ এই রাজনীতিবিদ ৷

বুদ্ধদেব বাবুর হাত জড়িয়ে ধরেছেন নতুন রাজ্যপাল

উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন৷ আধ ঘন্টার বেশি সময় ছিলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে৷ বুদ্ধদেবের বাড়ি থেকে বেরনোর পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উনার শরীর স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে৷ উনি অনেক বই পড়েন৷ কি বই পড়েন তা জানতে চেয়েছি৷