বড় ধাক্কা মমতার!চুপিচুপি আরেক সাংসদ এবার বিজেপিতে?

55

রায়দিঘির বিধায়ককে নিয়ে শোরগরম রাজ্য রাজনীতি।ফের দেবশ্রী রায়ের বিজিপিতে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বিজেপির রাজ্য সভাপতির দাবি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর অনুরোধেই দেবশ্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ। এ নিয়ে যদিও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।
দিলীপ বলেন,‘মহুয়া মৈত্রর অনুরোধেই দেবশ্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ’। মহুয়া নাকি তাঁকে ফোনে বলেন, ‘দেবশ্রী রায় খুব ভাল বন্ধু। ও খুব ঝঞ্ঝাটের মধ্যে রয়েছে।’
এব্যাপারে জানতে চাওয়া হলে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।
দেবশ্রী কি তবে বিজেপিতে আসছেন?
উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন,‘বিজেপিতে যোগদানের জন্য একাধিক শর্ত দিয়েছেন দেবশ্রী। শর্ত বিবেচনা করা হবে কি না, সিদ্ধান্ত নেবে দল।’,জানালেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত,সপ্তদশ লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন থেকেই কার্যত অগ্নিগর্ভ বক্তব্যে বিজেপিকে একের পর এক তোপ দাগেন কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।NRC থেকে দেশের সাম্প্রতিক গোরক্ষার নামে গণপিটুনিতে, সমস্ত ক্ষেত্রেই উঠে এসেছিল মহুয়ার বক্তব্যে।সেই মহুয়া মৈত্র দেবশ্রীর রায়ের হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে কথা বলেছেন,এমন খবর প্রকাশ্যে আসতেই বাংলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়।তবে চুপি চুপি আরেক সাংসদ বিজেপির দিকে পা বাড়াচ্ছেন?প্রশ্ন রাজনৈতিক মহলের।