বড় খবর: রাজ্যেজুড়ে টানা ১২ ঘণ্টা বনধ

1580

সাঁওতালি মাধ্যমে শিক্ষা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে ১২ ঘণ্টা রাজ্যব্যাপী পথ অবরোধে সামিল হল ভারত জাকাত মাঝি পারগানা মহল। সকাল ৮টা থেকে এই অবরোধ শুরু হয়ে গিয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ পুরো জঙ্গলমহল। ১২ ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলেরা এদিন সকাল ছ’টা থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। এই পথ অবরোধ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত । ঝাড়গ্রাম শহরের মধ্যে পুরাতন ঝাড়গ্রাম এলাকার সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড়ে লোধাশুলী হয়ে ঝাড়গ্রাম ঢোকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছে পারগানা মহল। জামবনী ব্লকের পড়িহাটি, চিল্কিগড় অবরোধ করা হয়েছে। নয়াগ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়, কলকাতা-মুম্বই ছ’নম্বর জাতীয় সড়কে ফেঁকো মোড়ে এবং গজাশিমুলের কাছেও অবরোধ করা হয়েছে। শিলদা চক, ঢাকাডোবা, ঝাড়গ্রাম- মেদিনীপুর রাস্তায় বেরুয়ার কাছে এছাড়াও রামগড়েও অবরোধ করা হয়েছে পারগানা মহলের পক্ষ থেকে।