বড় ভাঙ্গন! বিজেপি ছাড়ছেন নিশীথ প্রামাণিক সহ ২ মন্ত্রী ও তিন সাংসদ?

378

বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত ভোট। তাই এখন থেকেই মাঠে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। আগামীতে কিভাবে বিজেপি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করবে,তার রণকৌশল ঠিক করতে রাজ্যে এসেছেন সুনীল বানসাল। সদ্য বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তিনি। তিনি দুদিনের জন্য বঙ্গ সফরে এসেছেন বলে সূত্র মারফত জানা গেছে। বিজেপি সূত্রে খবর, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে তার এই সফর।

বৈঠক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির ছিল। যার নেতৃত্বে ছিলেন সুনীল বানসাল। সুনীল বানসালের নির্দেশ অনুযায়ী, দলের সব বিধায়ক,সব সাংসদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক।কিন্তু বিজেপি সূত্রে খবর, দলের ৬ সাংসদ অনুপস্থিত রয়েছেন। যাদের মধ্যে ৩ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন। অর্থাৎ সুভাষ সরকার ব্যতীত, বাকি বাংলা থেকে ৩ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন। তারা হলেন, বনগাঁর
সাংসদ শান্তনু ঠাকুর,আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। এছাড়াও সাংসদের মধ্যে অনুপস্থিত রয়েছেন,ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমরম, এস এস অহলুওয়ালিয়া , রাজু বিস্ত। এই নিয়ে শুরু জোর জল্পনা। তবে তারা বিজেপি ছাড়ছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর,এখনই তারা দল ছাড়ার কথা ভাবছে না। তবে কি কারণে তারা অনুপস্থিত থাকলেন? সেই বিষয়ে খতিয়ে দেখবে বিজেপি। এমনটাই সূত্র মারফত জানা গেছে।