দুপুর ১টা পর্যন্ত বাংলার ৯টি কেন্দ্রে কোথায় কত শতাংশ ভোট পড়ল? জানুন

39

সারা দেশজুড়ে চলেছে চলেছে লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব।নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের যাদবপুর, উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মণ্ডহারবার এবং মথুরাপুর কেন্দ্রে। এছাড়া বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, চণ্ডীগড় এবং পাঞ্জাবেও চলছে ভোটগ্রহণ। এদিকে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে বাংলায় ভোটের হার মোটের পক্ষে ভালো। কারন রাজ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৩১% । অর্থাৎ ডায়মন্ড হারমার কেন্দ্রে ভোট পড়েছে ৫২.৪৪% । দমদমে ৪৯.৩১%, যাদবপুরে ৪৮.০৯%, কলকাতা উত্তরে ৪৩.৬৮%, কলকাতা দক্ষিনে ৪৩.৮০%, বারাসাতে ৫৩.৫৯%, বসিরহাটে ৫৩.৯৭%, জয়নগরে ৪৮.৬৪% ও মথুরাপুরে ৫৩.৭৮% ।