‘শিক্ষক নিয়োগ’ সংক্রান্ত মামলায় ‘এসএস’কে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের!

77

এবার নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। মূলত, মাতৃত্বকালীন অবস্থায় জরুরি ভিত্তিতে এক শিক্ষিকার জায়গায় অন্য এক শিক্ষককে নিয়োগ করায় নির্দেশ দেয় এসএসসি এবং বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। যে কারনেই অবশেষে কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনকে।

প্রসঙ্গত, বাঁকুড়া জেলার সোনাখালী হাইস্কুলের নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষিকা অপর্ণা সেন ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষা দেন এবং তাতে উত্তীর্ণ লাভ করেন। ৩১ জুলাই এসএসসি অপর্ণা দেবীকে জানান তাঁকে বাঁকুড়া রামসাগর হাইস্কুলে পাঠানো হবে। আবার ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হয় ৩১ জুলাই নয় ১০ সেপ্টেম্বর তাঁকে স্কুলের দায়িত্ব নিতে হবে।

তখন অপর্ণা দেবী এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনকে চিঠি দিয়ে জানান তাঁর পক্ষে এই মুর্হূতে স্কুলে যোগ দেওয়া সম্ভব নয়। মাতৃত্বকালিন ছুটি কাটিয়ে স্কুলের দায়িত্ব নেবেন। অভিযোগ, অপর্ণাদেবীকে কিছু না জানিয়ে কর্তৃপক্ষ তাঁর জায়গাতে অন্য শিক্ষক নিয়োগ করে নেয়। বিষয়টি জানতে পারার পরই অপর্ণা দেবী হাইকোর্টের দ্বারস্থ হন। এরপরই বিচারপতি শেখর ববি সারফ নির্দেশ দেন যত দিন না পর্যন্ত অপর্ণা সেনের মাতৃত্বকালীন ছুটি শেষ হচ্ছে তত দিন ওই স্কুলে বিজ্ঞান বিষয়ে কাউকেই নিয়োগ করা যাবে না।অপর্ণাদেবী ছুটি শেষ করে নতুন স্কুলের দায়িত্ব নেবেন। এর মাঝে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন নতুন করে নিয়োগ পত্র তুলে দেবেন তার হাতে।