অর্জুন সিং গ্রেফতার হচ্ছেন?যা জানল পুলিশ কমিশনার

ভাটপাড়ায় তৃণমূলের পরিষদীয় দল।এদিন সকালে ভাটপাড়া ঘুরে দেখলেন।পাশাপাশি মানুষদেল সাথে কথা বলেন তাঁরা।এই পরিষদীয় দলে ছিলেন ববি হাকিম,সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, সুজিত বসু ,প্রমুখ।মূলত সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্ব আজ ৭জনের প্রতিনিধি দল ভাটপাড়ার যায়।এদিন ববি হাকিম দাবি করে বলেন,অর্জুন সিং কে গ্রেফতার করলে ভাটপাড়ায় শান্তি আসবে।এই প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি জানান,”এখন এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাইনা।” ববি হাকিমের দাবি নাসাৎ করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার।

উল্লেখ্য,ভাটপাড়ায় যে দোকানে প্রথম হামলা হয়েছিল, এদিন সেখানেই প্রথমে যায় তৃণমূলের প্রতিনিধি দল। দোকানদারের সঙ্গে কথা বলেন তাঁরা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। শান্তির বার্তা নিয়ে ভাটপাড়ায় মিছিল করেন তাঁরা। পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবেন।

এদিন গোটা এলাকা ছিল নিরাপত্তার চাদরে মোড়া। এলাকায় মোতায়েন ছিল প্রচুর পুলিস। ছিলেন বারাকপুরের পুলিস কমিশনার মনোজ ভর্মা। ছিল র্যাফও।এদিন এলাকা ঘুরে দেখে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “পরিস্থিতি আগের থেকে অনেক স্বাভাবিক। দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে। পুলিস গোটা বিষয়টা নজরে রাখছে।”