দিদি আর কাউকে পেল না, শেষে এক মাতাল’কে প্রার্থী করল? মদন প্রসঙ্গে বিস্ফোরক অর্জুন

115

লোকসভার প্রার্থী তালিকা প্রকাশের দিন মদনের ভাগ্যে শিকে না ছিঁড়লেও, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা দিন যে তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে তা রাজনৈতিক মহল অনেক আগেই টের পেয়েছিল। তবে দিদি যে তাঁকে দোর্দণ্ডপ্রতাপ অর্জুন সিংয়ের রাজত্বে প্রার্থী করবে তা অনেকেরই অজানা ছিল । কিন্তু এসবের মাঝেও প্রার্থী ঘোষণা হতেই ফের পুরনো মেজাজে ধরা দিলেন মদন মিত্র। রাখঢাক না করেই জানিয়ে দেন, “এ যেন কোটি টাকার লটারি পেয়েছি মনে হচ্ছে। যেভাবে সভা থেকে উনি নাম ঘোষণা করলেন তাতে আমি সম্মানিত।

উল্লেখ্য, লোকসভার ভোটের টিকিট নিয়ে অসন্তোষের জেরে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। পাশাপাশি তাঁকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। এর জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অর্জুন সিং। যার ফলে ভাটপাড়া বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। সাথেই জরুরি হয়ে পড়ে উপনির্বাচন। আর এই উপনির্বাচনে তৃনমূল প্রার্থী হিসেবে মদনের নাম ঘোষণা হতেই ব্যক্তিগত স্তরে আক্রমণ নামলেন অর্জুন সিং । তিনি কটাক্ষ করে জানান,মদন মাতাল, সন্ধের পর মাতাল হয়ে যায়। সারদা, রোজভ্যালি কেসে জেল খেটেছে। মমতা ব্যানার্জি আর প্রার্থী পেল না? যদিও কোনও কটাক্ষ-ই গায়ে মাখছেন না মদন মিত্র। অর্জুন সিং প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই মদন মিত্রের স্পষ্ট জবাব, “যে খায় চিনি, তাঁকে জোগায় চিন্তামণি। জিভ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”