অভিষেকের অভিজ্ঞতা কম, কোলে চড়ে রাজনীতি করা যায় না, পাল্টা জবাব দিলীপের

45

ঘটনার সূত্রপাত, গতকাল বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে হাজরার একটি জনসভা। সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির কোনও অধিকার নেই, বিবেকানন্দ, নেতাজিকে স্মরণ করার। কারণ, এই সমস্ত মনীষীরা ছিলেন ধর্মান্ধতার বিপক্ষে, জাতপাতের বিরুদ্ধে। অন্যদিকে, বিজেপি জাতপাতের রাজনীতি করে…পুরো উল্টো পথ। তিনি আরও দাবি করেন, তৃণমূলের মিছিল বিজেপি ১০ গুণ ছিল। বলেন, আজ আমরা যে উচ্ছাস দেখলাম, ১০-০ গোল দিলাম ওদের মিছিলকে।

এবার অভিষেকের এই মন্তব্যের কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। বললেন, অভিষেকের অভিজ্ঞতা কম, তাই যা বলে তার উল্টো হয়। কোলে চড়ে রাজনীতি করা যায় না। পাশাপাশি কৃষি আন্দোলনকে সমর্থন করায় এদিনও তৃণমূলকে একহাত নেন দিলীপ। বলেন, তৃণমূল এতদিন কেন নামেনি? পশ্চিমবঙ্গের কৃষকরা বিজেপির সঙ্গে রয়েছেন। দিদিমণির সঙ্গে রয়েছে দালালরা। ওরা ১০ হাজার লোকের মিছিল করলে, আমরা ৫০ হাজার লোকের মিছিল করব।

উল্লেখ্য, গতকাল, যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে মিছিল আয়োজন করা হয়েছিল। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হয় হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজরায় তিনি একটি জনসভাও করেন। সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান।