NRC ও CAB’র প্রতিবাদের মাঝেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূলের ৬০ জন বিধায়ক?

29

একদিকে যখন এনআরসি ও ক্যাবের বিরোধীতায় গোটা রাজ্য তোলপাড়। ঠিক তার অন্যদিকে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সৌমিত্র খা। মুকুল রায়ের মতই তিনি জানালেন বিজেপিতে আসার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীরা। আর এহেন মন্তব্যেই ফের সরগরম উঠল রাজ্য রাজনীতি।

উল্লেখ্য, লোকসভা ভোটে রাজ্যে এসে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন বিজেপিতে যোগদান দেওয়ার জন্য ৪০ জন বিধায়ক লাইন দিয়ে আছেন।এবার একটু অঙ্কটা বাড়ল।অর্থাৎ ৬০জন এদের মধ্যে রয়েছেন এক হেভিওয়েট মন্ত্রী নাকি বিজেপিতে যোগদান করবেন।এমনি বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুর কেন্দ্রের সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁ।তাঁর দাবি,অভিষেক ব্যানার্জির সঙ্গে থেকে দল করতে না পেরে এবার ক্যা এর সমর্থনে দল ছাড়তে চাইছেন ৬০ জন বিধায়ক।এদের মধ্যে রয়েছেন এক প্রভাবশালী মন্ত্রীও।

উল্লেখ্য,গতকাল বীরভূমের ময়ূরেশ্বরের ২নং ব্লকে বিজেপির এক সভায় বক্তব্য রাখেন সৌমিত্র খাঁ।সেখানে তিনি বলেন,’প্রভাবশালী ওই মন্ত্রী জঙ্গলমহলেরই নেতা।’সৌমিত্র বক্তব্য,ওরা কেউই অভিষেক ব্যানার্জির সঙ্গে ঘর করতে পারছেন না।’