বিয়ের পর এবার বাচ্চাদের কথা ভাবতে শুরু করেছে রাজ ও শুভশ্রী

বিয়ের পর এখন বাচ্চাদের কথা ভাবতে শুরু করেছে রাজ, আর তার সঙ্গ দিয়েছেন শুভশ্রী, কারন, বিয়ের সময় তিনি কথাই দিয়েছেন রাজের সব সময় পাশে থাকবেন তিনি । কি বুঝতে অসুবিধে হচ্ছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক, আসলে পরিচালক হিসাবে রাজের এক অন্য রকম প্রয়াস তুলে ধরেছেন তিনি ।ছোটদের জন্য ছবি বানাচ্ছেন রাজ চক্রবর্তী। নাম অ্যাডভেঞ্চারস অফ জোজো’। মুক্তি পাবে বড়দিনে।অলরেডি ছবির গোটা টিম অরুণাচল প্রদেশে পৌঁছিয়ে গিয়েছে।এই ছবির হাত ধরেই অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি তৈরি করার পথে রাজ।বাঘের চোরাশিকারকে কেন্দ্র করেই গড়িয়েছে ছবির গল্প । অর্থাৎ, দিন দিন বেড়ে চলেছে বাঘের চোরাশিকার। প্রায় বিলুপ্ত হওয়ার পথে রয়্যাল বেঙ্গল টাইগার। ক্লাস সিক্সের ছাত্র জোজো বোড়পাহাড়িতে তার কাকার কাছে বেড়াতে যায়।পশু-পাখি তার বড় ভালবাসার। সেখানেই এক মাহুতের ছেলে শিবুর সঙ্গে বন্ধু পাতায় জোজো। তার সঙ্গেই চলতে থাকে তার জঙ্গল সফর।

সেখানে একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা মৃত বাঘ দেখতে পায় দু’জনে। বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল রয়েছে। এখান থেকেই বাঁক নেয় ছবির চিত্রনাট্য! একে একে নানা বিপদের মুখে পড়ে জোজো। কিন্তু শেষমেশ জোজো কি পারবে, সব বিপদ কাটিয়ে, চোরাশিকারিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিতে? যার জন্য অপেক্ষা করতে হবে বড়দিন পর্যন্ত। ’অ্যাডভেঞ্চারস অফ জোজো’ দিয়ে সিনেমা জগতে পা রাখছেন অভিনেতা জয়জিৎ চট্টোপাধ্যায়ের ছেলে জশোজিৎ। রাজের ছবি ‘টং লিং’-এও অভিনয় করার কথা ছিল জশোজিতের। কিন্তু আপাতত সেই প্রজেক্ট বিষ বাঁও জলে।ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাসগুপ্ত। রয়েছেন রুদ্রনীলও। সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদার।