হদিশ মিলল নিউটাউনে নিহত ২ গ্যাংস্টারের ফ্ল্যাটের মালিকের

85

গতকাল নিউটাউনের সাপুরজির পাঁচতলার একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতীকে ধরতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। এরপরেই এনকাউন্টারে মৃত্যু হয় পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ারের। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। এদিকে, আজ গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রীত সিংহ যেই ফ্ল্যাটে থাকত, সেই ফ্ল্যাটের মালিকের হদিশ মিলেছে। জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিকের নাম সাবির মোল্লা । তিনি কলকাতার বেলেঘাটা সিআইটি রোড এলাকায় থাকেন। তবে তাঁর আদতে বাড়ি বিহারে । সূত্রের খবর, তাঁকে এসটিএফের অফিসে ডেকে পাঠানো হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, সুশান্ত সাহা নামে এক দালালের মারফত ফ্ল্যাট ভাড়া নেয় কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ও তার সঙ্গীরা । ইতিমধ্যে একটি ওয়েবসাইটের মাধ্যমে দালালের সঙ্গে যোগাযোগের কথা উঠে আসছে । মাসিক ১৫,০০০ টাকা ভাড়া ও অগ্রিম এককালীন ২৫,০০০ টাকার বিনিময় এক কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল ।

সম্প্রতি, পঞ্জাব পুলিশ তাঁদের প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, ১৫ মে পঞ্জাবের দুই পুলিশ কর্তাকে খুন করে পশ্চিমবঙ্গে ঢুকেছিল নিহত দুই গ্যাংস্টার। এরপর বুধবার দুপুর ১২টা নাগাদ দুই গ্যাংস্টারের লোকেশন লক করা হয়। এবং গোটা এলাকা রেকি করে পুলিশ। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সুখবৃষ্টি আবাসনের বি ব্লকের গোটা এলাকা ঘিরে ফেলে স্পেশাল পুলিশ ফোর্স। তারপর দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। শ্যুটআউটে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ারের।