ল্যাম্পপোস্টে বেঁধে আমাদেরকে পেটানো হবে! তড়িঘড়ি লালবাজারে ছুটলেন বৈশাখী

192

স্বামীকে ছিনিয়ে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ বারংবার করে এসেছেন রত্না চট্টোপাধ্যায়। তবে রত্নার এই অভিযোগে কখনও আমল দেননি স্বামী শোভন চট্টোপাধ্যায়। বরঞ্চ গতকাল নিজের সমস্ত বিষয় সম্পত্তি বৈশাখীর নামে উইল করে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন শোভনবাবু। এখন থেকেই শোভনের সবকিছুর অধিকারী বৈশাখীর। পাশাপাশি শোভন এও জানিয়েছেন, সম্পর্ককে মর্যাদা দিতেই তাঁর এই পদক্ষেপ।

এদিকে এই পদক্ষেপ নেবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী। জানা যাচ্ছে, পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বৈশাখী উল্লেখ করেছেন, প্রকাশ্যে সংবাদমাধ্যমে আমায় হুমকি দিচ্ছেন। বলছেন, ল্যাম্পপোস্টে বেঁধে আমায় আর শোভনকে পেটানো হবে। তিনি এখন শুধু তৃণমূলের একজন নেত্রী নন, প্রভাবশালীব বিধায়ক। আগেও অভিযোগ করেছিলাম, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্যে, মঙ্গলবার মধ্যরাতে থেকে বৈশাখীর ফেসবুক অ্যাকাউন্টে নাম জুড়েছে শোভনের। নতুন নাম হয়েছে বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও, বৈশাখী জানিয়েছেন, শোভনের নিজের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। শোভনকে ফেসবুক ব্যবহার করতে হলে তাঁর অ্যাকাউন্টই ব্যবহার করতে হয়। কোনও বক্তব্য রাখতে হলে বা কোনও বার্তা দিতে হলে মাঝে-সাঝেই শোভন ফেসবুকে লাইভ আসতে চান । তখন তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য তাঁর জন্য অপেক্ষা করা বা অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে । সেটা যাতে আর না করতে হয় তাই এই সিদ্ধান্ত।