কংগ্রেসের ইস্যুকে সমর্থন করে পথে নামল তৃণমূল

58

সকাল থেকেই বনধ-কে অচল করে, দুপুরেই কংগ্রেস-সিপিএম-কে সমর্থন করে পথে নামল তৃণমূল। সকালে যেখানে একাধিক জায়গায় সিপিএম ও কংগ্রেসের পথ অবরোধকে কেন্দ্র পুলিশের সাথে ধস্তা-ধস্তির খবর পাওয়া গেছে সকাল থেকে, সেখানেই মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত পথে নামল তৃনমূলের মিছিল, যা এখন এস.এন ব্যানার্জি রাস্তা ধরে এগিয়ে চলেছে।
প্রসঙ্গত, খবর ছিল আগে থেকেই, কংগ্রেসের ইস্যুকে সমর্থন জানিয়ে মিছিল নামাবে তৃণমূল, তবে কর্মনাশা বনধের পথে হাঁটবে না তারা, তাই সারা সকাল থেকে কলকাতাকে সচল রেখে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস, যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সুব্রত বক্সী, এবং মিছিলে হাঁটছে মদন মিত্র। ৩ টের মিছিল পথে নেমেছে ২.৩০ টায় তাতেই জনসমুদ্র যেন এই মিছিল। যদিও মিছিলে হান্তার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু পাওয়া খবর অনুযায়ী, তিনি ধর্মতলায় যোগ দেবেন এই মিছিলের সাথে, সেখানে উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, জানিয়েছে সূত্র।
তবে যে পথ ধরে এগিয়ে চলেছে তৃণমূলের এই মিছিল, তা যে পথচারীদের জন্য বেশ সমস্যা তৈরি করছে, তা জানাচ্ছে সূত্র।