প্রাথমিক টেটে সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ

532

গত কয়েকমাস ধরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে।একের পর এক এই সংক্রান্ত মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু দিন যত গড়িয়েছে ততই তদন্তের গতি দেখে তিনি যে হতাশ সেটা গোপন থাকেনি তাঁর কথায়। মঙ্গলবার হাইকোর্টের এজলাসে আইনজীবী কল্যাণ ব্যানার্জির সঙ্গে কথোপকথনের সময় এই হতাশাই ফুটে উঠেছিল বিচারপতির কণ্ঠে। 

যদিও সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, স্কুল শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করতে দিল্লি থেকে আসছেন উচ্চ পদমর্যাদার অফিসার। তবে তাতেও যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব একটা সন্তুষ্ট হননি, বুধবারের নির্দেশে সেকথা স্পষ্ট। মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে সন্দেহ জমেছে তাঁর মনে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট এর থেকে ভালো ছিল বলেও জানিয়েছিলেন তিনি। 

বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এবার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করবে সিবিআই। তদন্ত হবে হাইকোর্টের নজরদারিতে। আদালতের নির্দেশ অনুযায়ী কমপক্ষে ১২-১৩ জন অফিসার থাকবেন এই দলে, এবং তদন্ত সম্পূর্ন না হওয়া পর্যন্ত তাঁদের বদলি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্ট রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে। তাদের নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছিল বলেই অভিযোগ।