মহাবিপদে ইউটিউবার রোদ্দুর রায়!

631
Roddur Roy
Roddur Roy

ফের ধাক্কা আদালতে। বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের জামিনের আবেদন না-মঞ্জুর করল আদালত। মঙ্গলবারেও তাঁর জামিনের আবেদন খারিজ করে ব্যাংকশাল আদালত। সদ্য হেয়ার স্ট্রিট থানার পাশাপাশি বটতলা থানাতেও রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি ভিন্ন মামলার জেরে আরও ৭ দিন রোদ্দুর রায়ের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জুন পর্যন্ত জেলে কারাবন্দি থাকবেন রোদ্দুর রায়। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সারাধণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের কারণে গত ৩ জুন রোদ্দুরের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা ঋজু দত্ত। এরপরই গোয়া থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। কলকাতায় আনার পর, ১৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। 

রোদ্দুরের বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। ২০২০-এর মে মাসে দেশের সেনা এবং পুলিশের ভূমিকা নিয়েও কটুক্তি করে ফেসবুকে লাইভ করেছিলেন তিনি। যেটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই লাইভে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর। সেই পুরনো ভিডিওকে ঘিরে সম্প্রতি বটতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলার কারণে আরও ৭ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।