হতাশা কাটাতে আমার কথাঞ্জলি পড়ো, বললেন মানবিক মুখ্যমন্ত্রী

67

আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু একদা তিনি ছাত্র রাজনীতি থেকেই রাজনীতি জীবন শুরু করেন। তবে দলকে নিয়ে তিনি যে ভবিষ্যতের চিন্তাভাবনা শুরু করেছেন তা আজ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ভালোভাবেই টের পাওয়া গেল,অর্থাৎ ছাত্রযুবদের নিয়ে তার যে স্বপ্ন, আশা তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আজ ভালোভাবে পরিস্ফুট হল, মূলত, সমাবেশ মঞ্চ থেকে তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করে দেব, কিন্তু কাজ করতে গেলে কখনই লবি করবে না। জীবনে লড়াইটাই সবকিছু,আসলে আমি সেই ছাত্র যৌবন চাই যারা টাকার কাছে মাথা নোয়াবে না। তিনি আরও জানান, সব সময় ভালো চিন্তা করবে আমাদের সবকিছু আছে তাই হতাশ হবে না কখনই। যদি হতাশ হয়ে থাকো সেই হতাশা কাটাতে আমার কথাঞ্জলি পড়ো। এবং বাবা-মাকে খুশিতে রেখ