শুধু পদযাত্রাই নয়, জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে নিজে গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী!

জলের অপর নাম জীবন।দ্রুত নেমে চলেছে জলস্তর।বর্তমানে প্রয়োজনের তুলনায় অত্যাধিক পরিমানে ব্যবহারের জেরে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে।সেই সমস্যার সমাধান খুঁজতে পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য,শুক্রবার রাজ্যবাসীকে জল সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পথে নামলেন।শুধু পথে নেমে জল সচেতন নয়,জল সংরক্ষণে সচেতনা বাড়াতে নিজে গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী।এদিন পদযাত্রা সামিল হয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম,রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জি,কবি সুবোধ সরকার,অভিনেতা সৌহম সহ প্রমুখ।এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে গান্ধী মূর্তির পাদদেশ পযন্ত পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রতি বছর ১২ই জুলাই দিনটি ‘জল বাঁচাও,জীবন বাঁচাও দিবস ‘ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।