শোভন না থাকায় বেহালা নিয়ে চিন্তায় মমতা! ১৯ জনকে ডাকলেও এলেন ১৬ জন কাউন্সিলর…

87

লোকসভা ভোট মিটে গিয়েছে, এখন লালবাড়ি দখলের যুদ্ধে তৎপর হয়েছে রাজ্যের শাসক দল । তাই এবার বিধানসভায় নিজের ঘরে বেহালার কাউন্সিলরদেরকে ডেকে পাঠালেন দলনেত্রী । সূত্র মারফত খবর মিলেছে,শুক্রবার বেহালার ১৯ জন কাউন্সিলরকে ডেকে বিধানসভায় নিজের ঘরে বৈঠকে ডাকেন। কিন্তু সেখানে ১৬ জন কাউন্সিলর হাজির ছিলেন বলে খবর। যাইহোক সেই বৈঠকে দলনেত্রী তাঁদের বুঝিয়ে দেন, পুরোনোদের উপর ভরসা রেখে তাঁদেরই আগামী পুরনির্বাচনে প্রার্থী করতে চায় দল। তাই তাঁরা যেন ভালো করে কাজ চালিয়ে যান। অর্থাৎ বেহালা যেন বিচ্ছিন্ন না-থাকে।

এদিকে, প্রাক্তন মেয়র তথা শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে সক্রিয় হবেন কি না, তা এখনও অনিশ্চিত। তাঁর খাসতালুক হিসেবে পরিচিত বেহালায় দলের কাউন্সিলরদের কেউ কেউ শোভনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলে দলের একটি অংশের দাবি। সাম্প্রতিক কালে বার বারই শোনা গিয়েছে, দল নানা ভাবে শোভনের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করলে তিনি ‘সাড়া’ দেননি। যা অনেকটাই চিন্তায় কারন হয়েছে মমতার কাছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারন , আগে শুধু শোভনের ওপর ভরসা রেখে এগিয়ে চলতেন তিনি, শোভনকে নির্দেশ দিতেন কাউন্সিলরদের সাথে কথা বল। কিন্তু শোভনের চলে যাবার পর বিধানসভায় নিজের ঘরে বেহালার কাউন্সিলরদের ডেকে পাঠানো মমতা যে চিন্তায় পড়েছেন তার একটি অন্যতম নিদর্শন। উল্লেখ্য শোভন মেয়র পদ ত্যাগের পর থেকেই ১৩১ নম্বর ওয়ার্ডের দেখভাল করেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী মেয়র পারিষদ (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় ও প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাসকেও ওই ওয়ার্ডে নজর দেওয়ার নির্দেশ দেন বলে সূত্রের দাবি। বেহালার তৃণমূল কর্মী-মহলে জল্পনা, আগামী পুর-নির্বাচনে ১৩১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে দাঁড়াবেন রত্নাই।